ড্রিম হলিডে পার্ক টিকেট মূল্য 2025
ডিম হলিডে পার্ক টিকিট মূল্য জনপ্রতি ৬০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের প্যাকেজ, এবং কাপড় ও ফ্যামিলি প্যাকেজ এর সুবিধা রয়েছে। কাপড় প্যাকেজের মূল্য প্রায় ২৫০০ টাকার মত এবং চারজনের ফ্যামিলি প্যাকেজ এর টিকেট মূল্য ৪৫০০ টাকা। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ড্রিম হলিডে পার্কে ঘুরে আসতে পারেন। পার্ক টিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইট এর সুবিধা। আপনি চাইলে অল্প টাকার মধ্যে পার্ক টিতে ঘুরে আসতে পারেন সল্প খরচে ।ড্রিম হলিডে পার্কটি নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাদে ঢাকা থেকে সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। পার্কটি প্রায় ৬০ একর জমি নিয়ে নির্মিত। পার্কটিতে বিভিন্ন রকমের রাইড রয়েছে।
কিন্তু আমরা তার আগে জানব যে, ড্রিম হলিডে পার্ক টিকেট মূল্য সম্পর্কে। ড্রিম হলিডে পার্কটি বেশ জনপ্রিয়। এখানে যে রাইড গুলো আপনি দেখতে পাবেন তার মধ্যে ওয়াটার বাম্পার কার রাইডটি বেশ মজার। পার্কটিতে রয়েছে, রাইডার ট্রেন, বাইসাইকেল, বক্সিং বর্স, স্পিড বোর্ড, শোয়ান বোর্ড, জেড ফাইটার, নাগেট ক্যাসেট, এয়ার বাইসাইকেল ইত্যাদি।
ড্রিম হলিডে পার্ক টিকেট মূল্য
ড্রিম হলিডে পার্কে প্রবেশের মূল্য আলাদা আলাদা ভাবে নির্ধারিত করা। এখানে জন প্রতি প্রায় ২২০ থেকে ৩২০ টাকা মূল্যে টিকিট পাওয়া যায়। প্রাপ্ত বয়স্কদের জন্য ৩২০ টাকা এবং শিশুদের জন্য ২২০ টাকা।এবং ওয়াটার ওয়ালডে প্রবেশের মূল্য ৩৫০ টাকা। এছাড়া ভিতরে বিভিন্ন পিকনিক রিসোর্ট ও খাবার খাওয়ার জন্য স্বাস্থ্য সম্মত হোটেল রয়েছে। সে গুলোর ফি আলাদা।
ড্রিম হলিডে পার্ক কাপল ও ফ্যামিলি প্যাকেজ
ফ্যামিলি প্যাকেজঃ ড্রিম হলিডে পার্কে রয়েছে অন্য রকম একটি রাইড ও রিসোর্ট সুবিধা টার মধ্যে অন্যতম হল কাপল বা ফ্যামিলি প্যাকেজটি। ছুটির দিনে আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এই রিসোর্টিতে।কাপল বা ফ্যামিলি পাকেজের ন্যূনতম টিকেট মূল্য ২৫০০ টাকা। এছাড়াও ৪ জনের ফ্যামিলি প্যাকেজ মূল্য ৪৫০০ টাকা। এখানে পেয়ে যাবেন ২০ রকমের রাইড সুবিধা।
পিকিনিক প্যাকেজঃ ড্রিম হলিডে পার্কে রয়েছে ৪ রকমের পিকিন রিসোর্ট। এখানে ১০০ থেকে শুরু করে ১০০০ জন মানুষ নিয়ে পিকনিক করতে পারার মতো জায়গা রয়েছে। আর এই পিঙ্কিন রিসোর্টের আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা রয়েছে। এখানে আপনি পিকনিক করতে চাইলে সর্বপ্রথমেই রিসোর্টের মালিকের সাথে কথা বলে মূল্য নির্ধারণ করে নিতে হবে। এখানে প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লক্ষ টাকা ফি হতে পারে। অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে নিয়ে টার বুক করতে পারেন। পিকনিক স্পটের জন্য বিস্তারিত জানতে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। নিচে তাদের ফোন নাম্বার দেওয়া হল।
ড্রিম হলিডে পার্ক সাপ্তাহিক বন্ধের দিন
ড্রিম হলিডে পার্কটি প্রতিদিন সকালে ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে। তবে সন্ধ্যা ৬টা থেকে ৬.৩০ মিনিটের মধ্যে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। ড্রিম হলিডে পার্কের সাপ্তাহিক কোন বন্ধের ঘোষনা নেই। এটা সপ্তাহে ৭দিনই খোলা থাকে।
ড্রিম হলিডে পার্ক ফোন নাম্বার ও যোগাযোগ
ড্রিম হলিডে পার্কে বিভিন্ন ওপায়ে যোগাযোগ করতে পারবেনঃ
মোবাইলঃ ০১৭১১-৪৫৩৪২৯
ইমেইলঃ dreamholidayltd@gmail.com
ওয়েবসাইটঃ dreamholidayparkbd.com
ফেসবুক পেইজঃ fb.com/dreamholidaypark
শেষ কথাঃ
ভ্রমন করলে কার না ভালো লাগে। আমরা ছুটির দিনে পরিবারকে বা ছোট সোনামণিদের সাথে নিয়ে ঘুরে আসতে পারি। আপনারা নিশ্চিন্তে এখানে ভ্রমন করতে পারবেন। এখানে ভ্রমন করার পর আপনাদের মন একদম ফুর ফুরে হয়ে যাবে আশা করি।