ফয়েজ লেক টিকেট মূল্য 2025
ফয়েজ লেকটি চট্টগ্রামের পাহাড়তলী রেলস্টেশন এর থেকে একটু দূরে অবস্থিত। এটি চট্টগ্রাম থেকে প্রায় ৮ কিমিঃ দূরে। জানা যায় যে লেকটি ১৯২৪ সালে আসাম বেংঙ্লগ রেলওয়ের মালিকানায় খনন করা হয়। এবং দীর্ঘ দিন খনন করার পর কাজ টি সমপন্ন হয়। আর সে সময় লেকটি পাহাড়তলি লেক নামে পরিচিত ছিল।
আমরা আজকে জানতে পারব ফয়েজ লেক টিকেট মূল্য। আমরা সবাই ভ্রমণ করতে অনেক ভালবাসি। আর ভ্রমনের কথা ভাবলেই মাথায় চলে আসে সেই লেক বা রিসোর্টের ভারা বা টিকেট মূল্য এর কথা। লেকটি বেশ মাপের ( ৩৩৬ একর জমি ) নিয়ে পুরো এরিয়া। এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তি একটি আরা আরি বাধ রয়েছে।
ফয়েজ লেক টিকেট মূল্য
ফয়েজ লেক টিকেট মূল্য নিয়ে আমাদের ধারনা থাকায় আমরা জানতে এসেছি। আমরা আজকে আপনাদের সঠিক টিকেট এর মূল্য জানিয়ে দিব। ফয়েজ লেকে প্রবেশের মূল্য জন প্রতি ৩০০ টাকা।এখানে সকল রাইড এবং আইসক্রিমসহ প্রবেশের মূল্য ৩৫০ টাকা নিয়ে থাকে।
তবে এই মূল্যে এমন লেকে কে না প্রবেশ করতে চাইবে। টিকেট মূল্য কম থাকায় আমাদের প্রবেশের প্রতি অন্য রকম একটা ভালো লাগা কাজ করবে।এখানে আপনি নৌকা ভ্রমন করতে পারবেন।
ফয়েজ লেক এর চিড়িয়াখানা টিকেট মূল্য
আমরা যখন ভ্রমন করে থাকি আমাদের সাথে ছোট বাচ্চারা থাকলে চিড়িয়াখানা অবশ্যই প্রবেশ করি। আর চিড়িয়াখানা বাচ্চাদের ভালো লাগা অন্য রকম কাজ করে।ফয়েজ লেক এর চিড়িয়াখানা টিকেট মূল্য জন প্রতি ৭০ টাকা। চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।
ফয়েজ লেক এর সী ওয়ার্ল্ড ভারা কত
ফয়েজ লেক এর সী ওয়ার্ল্ডে রয়েছে তিনটি প্যাকেজ। যার প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি ৪০০ টাকা, ৫০০ টাকা, এবং ৬০০ টাকা।
ফয়েজ লেক এর রিসোর্ট ভারা কত
এখানে মুলত নবদম্পতীরা হানিমুন করতে বেশি আসেন।ফয়েজ লেক রিসোর্টে নবদম্পতিদের জন্য কটেজ বা রিসোর্ট ভারা ৪ হাজার থেকে ১০ হাজার টাকা। তাদের রাত্রি যাপনের জন্য ফয়েজ লেক মালিক বেশ বিলাস বহুল কটেজ ও রিসোর্ট তৈরি করেছেন। তবে নবদম্পতীদের মধুচন্দ্রিমা উপভোগের জন্য হানিমুন বেবস্থা অন্যতম।
ফয়েজ লেকে কি কি আছে
ফয়েজ লেক হচ্ছে মনোমুগ্ধকর একটা পরিবেশে দেখার মতো একটি লেক। এখানে দেখার মতো রয়েছে অনেক কিছু। এখানে শিশুদের জন্য যেমন রাইড রয়েছে তেমনই বড়দের জন্যও রয়েছে বেশ কয়েকটি মনোমুগ্ধকর স্থান। পাহাড় ও লেক দেখলেই আপনার মনটা একদম হালকা ও ভালো হয়ে যাবে।
চারদিকে রয়েছে, অরুনাময়ি, গোধূলি, আকাশমনি, মন্দাকিনি, দক্ষিনি ও অলকানন্দা নামের সেই হৃদ গুলি। সেখানে দেখতে পাবেন সারি সারি নৌকা। আপনি চাইলে নৌকায় ভ্রমন করতে পারবেন।
ফয়েজ লেক কখন খোলা থাকে
ফয়েজ লেক পার্কটি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্র ও শনিবারে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। কারন এটা সরকারী ছুটির দিন এবং ছুটির দিনে মানুষের ভীর বেশি হওয়ায় করতিপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।
শেষ কথাঃ
ফয়েজ লেক পার্কটি অন্য রকম একটা বিলাস বহুল রিসোর্ট। ফয়েজ লেকের নিজস্ব বেবস্থাপনায় বিশাল রিসোর্ট থাকায় ভ্রমন কারীদের কোন হেসাল পোহাতে হয় না। আপনারা ছুটির দিনে ঘুরে আসতে পারেন।