ইতালি ড্রাইভিং ভিসা বেতন কত 2025
বাংলাদেশের তুলনায় ইতালিতে ড্রাইভিং কাজের চাহিদা সুযোগ-সুবিধা এবং বেতন সবকিছুই বেশি রয়েছে। প্রথমে বলে রাখি ইতালিতে ড্রাইভিং পেশায় চাহিদা বেশি থাকায় কাজ খুব সহজে পাওয়া যায়। ইতালি ড্রাইভিং ভিসা বেতন কত আপনার জানাটা জরুরি। আপনার পকেটে যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার আর চিন্তা নেই। ইতালির ড্রাইভিং ভিসার বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে।
আপনারা যারা ড্রাইভিং ভিসায় ইতালি জেতে চাচ্ছেন তাদের জন্য অনেক তথ্য জানার সুবিধা রয়েছে এই ব্লগটিতে। আমরা আজকে ইতালি ড্রাইভিং ভিসা বেতন কত তা সম্পর্কে জানব। এছাড়াও আপনি যদি তালি যেতে চান সে ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাবেন।
ইতালি ড্রাইভিং ভিসা বেতন কত
আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে আর যদি কোন কোম্পানিতে চাকরি খুঁজেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকার কারনে আপনি খুব দ্রুত চাকরি পেয়ে যাবেন। নরমালি নতুন অবস্থায় আপনার বেতন হবে ১৫০০ ইউরো যা বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৯৯ হাজার টাকার মতো আবার আপনার অভিজ্ঞতার ওপরে বেতন বারতে থাকবে। আবার ছোট শহর গুলোর তুলনায় বড় শহর গুলোতে বেতন বেশি হয়ে থাকে।
আবার অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভাররা নতুনদের তুলনায় বেশি বেতন পায়। আর যদি আপনার নিজস্ব গাড়ি থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির ভারা মারতে পারবেন এবং এখান থেকে ভালো মানের একটা ইনকাম করতে পারবেন।ইতালিতে যদি ড্রাইভিং পেশায় কাজ করতে চান খেয়াল রাখতে হবে চারটি বিষয়ে। ১) বৈধ ইতালির ডকুমেন্ট থাকতে হবে. ২) ইতালিয়ান ভাষা জানতে হবে. ৩) ইতালির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে. ৪) কোনো কোনো কাজের ক্ষেত্রে নিজস্ব গাড়ি থাকতে হবে ।
ইতালিতে ড্রাইভিং পেশায় গড় বেতন
২০২৪ সালে এসে দেখা গেছে ইতালিতে একজন নতুন ড্রাইভারের বেতন প্রতি বছর ১৮,৬৩৮ ইউরো (প্রতি ঘণ্টা ৯ ইউরো)। বেতনের পরিসর ১৫০০ ইউরো থেকে ২১০০ ইউরো।
কিছু উচ্চ – বেতনের ড্রাইভিং কাজের পেশার ধরণ
* ট্রাক ড্রাইভিং – গড়ে ২৫০০ ইউরো
* বাস ড্রাইভিং – গড়ে ২১০০ ইউরো
* ফায়ারফাইটার ড্রাইভিং – গড়ে ৩০০০ ইউরো
ইতালিতে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করব কিভাবে
ইতালিতে ড্রাইভিং লাইসেন্স করতে বা পেতে হলে আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে । ইতালির ভিসা এবং আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইতালিতে গাড়ি চালানোর জন্য আপনি ১২ মাসের জন্য লাইসেন্স নিতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ বেতন পরিবর্তিত হওয়া বা অন্যান্য বিষয় পরিবর্তিত হওয়া স্বাভাবিক আমরা শুধু মাত্র ধারনা দিয়ে থাকি।
শেষ কথা
আমাদের দেশে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আমরা চিন্তা করে দেশের বাইরে গিয়ে কিছু করতে। আর দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করলে প্রথমেই মাথায় আসে ইউরোপ দেশ গুলোর কথা। তার মধ্যে ইতালি হল অন্যতম। এখানে ড্রাইভিং ভিসায় ভালো মানের বেতন সুবিধা রয়েছে এবং কাজও খুব দ্রুত পাওয়া যায়।