সুদানের টাকার মান ২০২৫
প্রথমেই আমরা বলে রাখি সুদান একটি আফ্রিকার বৃহত্তম দেশ। সুদানের টাকার মান সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য জানব। তার আগে আমরা সুদান দেশটির সম্পর্কে কিচ্ছু তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। সুদান একটি বৈচিত্র্যময় দেশ। যার সংস্কৃতি, ইতিহাস ও ভূগোল সমৃদ্ধ এবং বিভিন্ন জনগোষ্ঠীর ভাষার সমন্বয় রয়েছে। দেশটির প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে অন্যরকম সুন্দর। সুদানে রয়েছে পাহাড় পর্বত ও মরুভূমি এবং সমতল।
সুদানের বিভিন্ন অঞ্চল গুলো প্রাকৃতিক ভাবে একটু আলাদা যেখানে মরুভুমি, নদী ও পাহাড় রয়েছে। যেখানে আপনি একবার ঘুরতে গেলে মনটা একদম জুরিয়ে যাবে।
দেশটি বর্তমানে আর্থিকভাবে খুবই সংকটে আছে। সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারনে জনগণের জীবন যাত্রা খুবই কষ্ট দায়ক হয়েছে।
সুদানের টাকার মান ২০২৫
আমরা জানি যে বিশ্বের প্রতিটি দেশের মুদ্রার মান এক না। বর্তমানে সুদানের টাকার রেট বাংলাদেশের তুলনায় অনেক কম। দেশ অনুযায়ী টাকার মান আলাদা আলাদা আর এটা স্বাভাবিক। তবে বর্তমানে সুদানের টাকার মান আগের তুলনায় একটু বেড়েছে। সুদানের মুদ্রার “নাম সুদানি পাউন্ড”। আজকে আমরা সুদানের টাকার মান সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব।
সুদান বর্তমানে খুবই আর্থিকভাবে সংকটে রয়েছে। সুদান দেশটি বৈদেশিক বিনিয়োগের অভাবে এবং তাদের অর্থনৈতিক সংকটের কারনে তাদের দেশের টাকার মান কমে গিয়েছে।
সাউথ সুদানের টাকার মান ২০২৫
আপনি কি জানেন বর্তমান রেট অনুযায়ী সুদানের ১০০ পাউন্ড সমান বাংলাদেশি কত টাকা। হ্যাঁ আজকের রেট অনুযায়ী বাংলাদেশি ১৮.০৯ টাকা সমান সুদানের ১০০ পাউন্ড। কি বিশ্বাস হচ্ছে না? জি এটাই সত্যি। ২০১৮ সালে সুদানের ১০০ টাকার মান ছিল বাংলাদেশের ১৭.৪০ টাকা। বর্তমান বাজারে ২০২৪ সালে এসে সুদানের ১০০ টাকার মান বাংলাদেশের ১৮.৯০ টাকা হয়েছে।
সুদানের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
আজকের বাজার মূল্যে সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা আপনাদের জানাতে চাই যে, সুদানের ১০০ টাকা সমান বাংলাদেশি টাকা ১৮.৯০ টাকা পেতে পারেন। আর এই তথ্য সুদানের কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গিয়েছে।
শেষ কথা
আমরা সব সময় আপনাদের রিয়েল তথ্য দিয়ে থাকি। আমরা সবাই জানি পৃথিবীর সকল দেশের মুদ্রার মান এক নয় এবংকি সব দেশের অর্থনৈতিক অবস্থাও এক নয়। দেশের রপ্তানির ওপর নির্ভর করে থাকে সেই দেশের টাকার মান। যে দেশ যত রপ্তানিতে এগিয়ে আছে সে দেশের টাকার মান খুবই ভালো। যেমন বর্তমানে সব চেয়ে টাকার মান বেশি হচ্ছে কুয়েতি দিনারের যা আমেরিকান ডলারের চেয়েও মান বেশি।